ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

চার দেশে যোগাযোগের নতুন ৬ রুট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
চার দেশে যোগাযোগের নতুন ৬ রুট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যোগাযোগের নতুন মাত্রা যোগ হচ্ছে। এই চার দেশে যাত্রীবাহী যানবাহন চলাচলের জন্য সম্ভাব্য ৬টি রুট ঠিক করা হয়েছে।


 
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে রুটগুলি জানিয়ে দেন।

মন্ত্রী জানান, ১ম রুটটি কলকাতা (ভারত)-পেট্রাপোল/বেনাপোল-যশোর-ঢাকা-চট্টগ্রাম, ২য়টি চট্টগ্রাম-ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি/চেংড়াবান্ধা (ভারত)-শিলিগুড়ি (ভারত), ৩য় রুট ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি/চেংড়াবান্ধা-জয়গাঁও(ভারত)/ভুটান- থিম্পু (ভুটান), ৪র্থ রুট ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বাংলাবান্ধা/ফুলবাড়ি (ভারত)- পানিটাঙ্কি (ভারত)/কাকরভিটা (নেপাল)- কাঠমান্ডু ও(নেপাল), ৫মটি কলকাতা-ঢাকা-সরাইল-সিলেট-তামাবিল/দৌকি (ভারত)-শিলং-গৌহাটি (ভারত)-সম্দ্রুপ ঝংকার (ভুটান), ৬ষ্ঠ রুট, খুলনা-যশোর-বেনাপোল/পেট্রাপোল(ভারত)-কলকাতা (ভারত) হওয়ার সম্ভাবনা বেশি।
 
সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী বলেন, আগামী ১৪ নভেম্বর, ২০১৫ থেকে ১ ডিসেম্বর, ২০১৫ সময়ের মধ্যে চার দেশের প্রতিনিধি সমন্বয়ে বিবিআইএন (বালাদেশ-ভুটান-ভারত-নেপাল) মোটর র‌্যালি অনুষ্ঠিত হবে। এটি ভারতের উড়িষ্যা থেকে শুরু হয়ে নেপাল, ভুটান, বাংলাদেশ ঘুরে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে শেষ হবে।
 
গত ২২-২৭ নভেম্বর তারিখে নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে ‘ড্রাফট সার্ক মোটর ভেহিকেলস অ্যাগ্রিমেন্ট’ উপস্থাপিত হলেও নন-বিবিআএন দুটি দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি বলেও জানান মন্ত্রী।
 
এ প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে উপ-আঞ্চলিক সম্পর্ক উন্নত করতে এ র‌্যালির উদ্যোগ নিয়েছেন, যা যোগাযোগ ও কূটনীতির এক অনন্য মাইলফলক- বলেন সেতুমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসকেএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।