সিলেট: সিলেটে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে পরিচালিত অভিযানে নগরীর লালদিঘীরপাড় হকার্স মার্কেটে অভিযান চালানো হয়।
এ সময় পলিথিন ব্যাগ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে পাঁচ দোকান মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর ২৭ হাজার টাকা জরিমানা আদায়ক্রমে মামলার নিস্পত্তি হয়েছে।
এ সময় জব্দ করা হয় পলিথিনসহ অনুমোদনহীন মালামাল। পরে তা নষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে মেসার্স আলাউদ্দিন অ্যান্ড ব্রাদার্সকে ৭ হাজার, আলমগীর স্টোর ৫ হাজার, জয় ট্রেডার্স ৫ হাজার, জাকির স্টোর ৫ হাজার এবং মুন্না স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এবং জিয়াউল ইসলাম চৌধুরী। সহায়তা করেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক পারভেজ আহমদ।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এনইউ/আইএ