ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সরাইলে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
সরাইলে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যৌতুকের দাবিতে হত্যার শিকার গৃহবধূ আকলিমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 
 
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের সহ সভাপতি নাছিমা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হুরায়রা, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
 
বক্তারা বলেন, গৃহবধূ আকলিমা হত্যা মামলা দায়েরের চার মাসেরও বেশি সময় পার হলেও এখন পর্যন্ত মামলায় অভিযুক্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।  
 
মানববন্ধন শেষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
 
চলতি বছরের ১৬ এপ্রিল সরাইল উপজেলার উচালিয়াপাড়ার গৃহবধূ আকলিমাকে যৌতুকের দাবিতে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরদিন ১৭ এপ্রিল নিহতের বড় ভাই আকতার মিয়া বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।