গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হোসনে আরা (৪৫) নামে নিখোঁজ এক নারীর মৃতদেহ বাঙালি নদী থেকে উদ্ধার হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বাঙালি নদীর দেওয়ান তলা রেলসেতু এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
হোসনে আরা উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত হাছেন আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, হোসনে আরা শারীরিক প্রতিবন্ধী নারী। অভাবের কারণে বাবার বাড়িতে থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। বৃহস্পতিবার সকালে ভিক্ষাবৃত্তির জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তিন দিন পর সোমবার সকালে দেওয়ান তলা রেল সেতুর কাছে বাঙালি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমজেড