ঢাকা: বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রী ইন্তেকাল করেন।
এর পরপরই প্যারিস থেকে পাঠানো এক শোকবার্তায় তথ্যমন্ত্রী ইনু বলেন, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে দেশ একজন সাহসী মুক্তিযোদ্ধা, নিঃস্বার্থ মানুষ, দরদী নেতা, সংস্কৃতিমনস্ক প্রবীণ রাজনীতিককে হারালো।
হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধে সৈয়দ মহসিন আলী সিলেট বিভাগের স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে সম্মুখ-সমরে আহত হয়েও বীরের ভূমিকা রাখেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও তিনি ছিলেন সফল।
তিনবার মৌলভীবাজার পৌরসভা থেকে নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মহসিন আলীর এক সময় শ্রেষ্ঠ পৌরসভা চেয়ারম্যানের স্বীকৃতিপ্রাপ্তি তার বিপুল জনপ্রিয়তারই সাক্ষ্য দেয়, বলেন তথ্যমন্ত্রী।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এসময় সংসদ সদস্য হিসেবে এবং মৌলভীবাজার রেড ক্রিসেন্ট, শিল্পকলা একাডেমি এবং চেম্বার অব কমার্সের নেতৃস্থানে সৈয়দ মহসিন আলীর অবদানের কথাও স্মরণ করেন।
তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্যারিসে ইউনেস্কো আয়োজিত ‘কমিউনিটি মিডিয়ার সমতায় নীতি ও অর্থায়ন’ বিষয়ে ১৪-১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক সেমিনারে যোগদান শেষে ১৬ সেপ্টেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/আইএ