ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছেন। যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক পাবলিক লেকচারে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি অতুল খেরে এ কথা বলেন।
‘চ্যালেঞ্জ অব প্রোভাইডিং সাপোর্ট টু ইউএন পিস কিপিং অপারেশন’ শীর্ষক পাবলিক লেকচারের দু’ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উত্থাপন করেন তিনি। পরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতুল খেরে।
তিনি বলেন, বিশেষ করে আফ্রিকা অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা স্থানীয় অধিবাসীদের কাছে আপনজন হয়ে উঠেছেন। নিরাপত্তার পাশাপাশি তাদের সব কাজের অংশীদার হয়ে অনেকটা পরিবারের সদস্যের মতো হয়ে উঠেছেন তারা।
সিরিয়া প্রশ্নে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রসঙ্গে তুল খেরে বলেন, বিষয়টি রাজনৈতিক। তাই শান্তিরক্ষী সদস্য মোতায়েন নিয়ে কোনো উদ্যোগ নেই।
তবে তিনি এও বলেন, গোলান হাইটস-এ শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। সেখানে শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে রকেট হামলার ঘটনাও ঘটেছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসএস/এমএ