ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বদরগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি নজরুল ইসলাম

রংপুর: রংপুরের বদরগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলামের (বীর প্রতীক) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সেনা কর্মকর্তার ছেলে ইমরান আলি আহত হন।



সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় পৌর শহরের পকিহানা মহল্লায় এ ডাকাতির ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পিকআপভ্যানে করে তার বাড়িতে আসেন। ডাকাতরা এ সময় আশপাশের সব বাড়ির দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন, যাতে কেউ বাহিরে বের হতে না পারেন।

পরে ডাকাত দল সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি সোনা লুট করে। এ সময় ইমরান আলি বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে আহত হয়।

আহত ইমরান আলি জানান, ডাকাতদের গায়ে গেঞ্জি, পরনে মালকাচা দেওয়া লুঙ্গি এবং প্রত্যেকের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আ. লতিফ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সন্দেহভাজনসহ মালামাল উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।