বরিশাল: বরিশালে স্ত্রী মিলি বেগমকে হত্যার দায়ে সোহরাব আকন (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আদিব আলী এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সোহরাব আকন জেলার মুলাদী উপজেলার তয়েকা এলাকার মৃত লাল মিয়া আকনের ছেলে।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খান ওয়াহিদ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ সূত্রে তিনি জানান, মিথ্যা তথ্য দিয়ে মুলাদী উপজেলার মিলিকে বিয়ে করেন সোহরাব। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ২০০৭ সালের ২০ অক্টোবর ডাক্তার দেখানোর কথা বলে সাত মাসের অন্তঃসত্ত্বা মিলিকে ঢাকা নিয়ে যান সোহরাব। ২২ অক্টোবর ঢাকা থেকে বরিশাল আসার পথে মিলিকে লঞ্চ থেকে মেঘনা নদীতে ফেলে হত্যা করেন তিনি।
এ ঘটনায় ২০০৮ সালের ১০ মে মিলির বোন মিনি বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১ নভেম্বর সোহরাবের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মুলাদী থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম। এর পরিপ্রেক্ষিতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআই