ঢাকা: শূন্যপদে মেধাবীদের মূল্যায়ন মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন ৩৪তম বিসিএস ক্যাডার বঞ্চিত প্রার্থীরা।
মঙ্গলবার (সেপ্টেম্বর ১৫) সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আগারগাঁও সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে ৫০ থেকে ৬০ জন ক্যাডার বঞ্চিত প্রার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বৈষম্য দূর করে ৩৩তম বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে ৩৪তম বিসিএস’র চূড়ান্ত ফলাফল পূর্ণ মূল্যায়নসহ শূন্যপদে নিয়োগের দাবি জানিয়েছেন ক্যাডার বঞ্চিত প্রার্থীরা।
আন্দোলনের সমন্বয়কারী নূর ইসলাম বলেন, ৩৩তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রায় ৫৪ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করা হয়। কিন্তু ৩৪তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় ২৫ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদ দেওয়া হয়েছে। আর ৭৫ শতাংশ কৃতকার্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে।
এ সময় ৩৩তম বিসিএসের মতো ৩৪তম বিসিএসের ফলাফল প্রকাশ, বিসিএসে ৭৫ শতাংশ প্রার্থী ক্যাডার পদ বঞ্চিতদের পূর্ণ মূল্যায়ন, ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল মেধাকোটা ও প্রাধিকার কোটা আলাদা করে প্রকাশ করার দাবিও জানান তারা।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ক্যাডার বঞ্চিতরা অবস্থান কর্মসূচি পালন করেন। রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এফবি/জেডএফ/এবি