ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

দুই দিনব্যাপী ‘বেহুলার লাচারি’ উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
দুই দিনব্যাপী ‘বেহুলার লাচারি’ উৎসব

ঢাকা: বাংলার ঐতিহ্যবাহী লোক নৃত্যনাট্য ‘বেহুলার লাচারি’ উৎসব ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী টাঙ্গাইল ও ঘাটাইল উপজেলায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাংস্কৃতিক সংগঠন সাধনা ও যাত্রিকের পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের শিশুরা বেহুলার লোক কাহিনীর মধ্য দিয়ে বড় হয়। বেহুলার লাচারি এমন একটি উৎসব যা সারা দেশেই আছে। তবে অঞ্চল ভেদে নামের ভিন্নতা লক্ষ্য করা যায়। ঘাটাইল ও টাঙ্গাইলের সেরা লাচারি দলের সদস্যরা এ উৎসবে অংশ নেবেন।

উৎসবের দু’দিন নেচে গেয়ে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মনসামঙ্গল কাব্যের চরিত্র রোমন্থন ও সাপের দেবি মনসাকে স্মরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।