ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম বন্দরসহ নৌ খাতে উন্নয়নে আগ্রহী জাপান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
চট্টগ্রাম বন্দরসহ নৌ খাতে উন্নয়নে আগ্রহী জাপান শাহজাহান খান / ফাইল ফটো

ঢাকা: চট্টগ্রাম বন্দরসহ নৌ খাতে উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে সচিবালয়ে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।



দুই ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত এ সাক্ষাতকারে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ও জাপানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।