ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদে যান-চাপ কমাতে দুই বিকল্প সড়ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ঈদে যান-চাপ কমাতে দুই বিকল্প সড়ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঈদ-উল আযহা উপলক্ষে ঢাকায় আসা-যাওয়ার পথে যানবাহনের চাপ কমাতে দু’টি বিকল্প সড়ক চালু হয়েছে।
 
সড়ক দু’টি হচ্ছে হাতিরঝিল-রামপুরা-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা-সুলতানা কামাল সেতু এবং মিরপুর বাজার-ধৌউর-বিরুলিয়া-আশুলিয়া।


 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
ছোট ছোট যানবাহনের মালিকদের বিকল্প এ সড়ক দু’টি ব্যবহারের অনুরোধ জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯ দিন সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। এ বিষয়ে ইতোমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
 
ওবায়দুল কাদের জানান, ঈদে বিআরটিসি’র মোট ১০৪৩টি গাড়ি চলবে। অতিরিক্তি ৫০২টি গাড়ি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবে এবং আরও ৬১টি গাড়ি রিজার্ভ থাকবে।  
 
তিনি বলেন, ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিন এলেনবাড়িতে বিআরটিএ’র সদর দফতরে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।