ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধি দল ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধি দল ভারতে

বেনাপোল (যশোর): সীমান্ত সম্মেলনে যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে।



সকালে বিজিবি কর্মকর্তারা ভারতের পেট্রাপোল চেকপোস্ট পৌঁছুলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ডিআইজি কৌলাশ লাল সাহা ও ৪০ ব্যাটালিয়ন বিএসএফের অধিনায়ক বারজেন্দার সিং তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমানের নের্তৃত্বে ২৩ সদেস্যের প্রতিনিধি দলে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন, ২৩ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম ও রিজিউন অফিসার লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম রয়েছেন।

ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁও হরিদাসপুরে বিএসএফ ও বিজিবি কর্মকর্তাদের নিয়ে একদিনের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে সোহার্দ্যপূর্ণ মনোভাব জোরদার হবে। পাশাপাশি এই সম্মেলন সীমান্ত পথে নারী, শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।