ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা জননী নার্সিং হোম অ্যান্ড ক্লিনিকে সিজার করা আরও এক প্রসূতির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নার্গিস বেগম (২৪) নামে ওই প্রসূতির মৃত্যু হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন নার্গিস বেগমের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গত ২১ জুলাই ভৈরবা জননী নার্সিং হোম অ্যান্ড ক্লিনিকে নার্গিস বেগমের সিজার করানো হয়। এরপর থেকেই তার মাথায় যন্ত্রণা শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে যশোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অসুস্থ অবস্থাতেই বাড়িতে ফেরেন তিনি। সোমবার রাত সাড়ে ১১টার সময় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. আব্দুস ছালাম বাংলানিউজকে বলেন, নার্গিস বেগমের মৃত্যুর বিষয়টি জেনেছি। জননী নার্সিং হোম ক্লিনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআর/পিসি