ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে স্পেশাল বাস সার্ভিস পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) । আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিআরটিসি’র সকল ডিপো থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ঈদে বিআরটিসি’র মোট ১০৪৩টি গাড়ি সারাদেশে চলবে। অতিরিক্তি ৫০২টি গাড়ি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবে এবং আরও ৬১টি গাড়ি রিজার্ভ থাকবে।
তিনি বলেন, ২২-২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিন এলেনবাড়িতে বিআরটিএর’র সদর দফতরে ২৪ ঘণ্টাব্যাপী নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। ঈদ উপলক্ষে ঢাকায় আসা-যাওয়ার পথে যানবাহনের চাপ কমাতে ২টি বিকল্প সড়ক চালু হয়েছে।
এর একটি- হাতিরঝিল-রামপুরা-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা-সুলতানা কামাল সেতু। অপরটি মিরপুর বাজার-ধৌউর-বিরুলিয়া-আশুলিয়া। ছোট ছোট যানবাহনের মালিকদের বিকল্প এ সড়ক দুটি ব্যবহারের অনুরোধ জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর মোট ৯ দিন সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। এ বিষয়ে ইতোমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসকেএস/বিএস
** গার্মেন্টস ছুটির শুরু-শেষ একদিনে দেবেন না
** ঈদে মহাসড়ক নির্বিঘ্নে ৬ কঠোরতা
** ‘ঈদে যানজট থাকবে না’
** ঈদে যান-চাপ কমাতে দুই বিকল্প সড়ক
** রেলে শিডিউল বিপর্যয় হবে না