মাগুরা: নিশ্চিত করতে উন্নয়ন, কর সুশাসন প্রয়োজন-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরায় পালিত হয়েছে জাতীয় আয়কর দিবস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)-এর আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু ইমাম মো. বাকের। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রস্তম আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আয়কর অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান খান, জেলা এনজিও কো-অর্ডিনেটর ও সুপ্রর জেলা সম্পাদক মো. আব্দুল হালিম।
এর আগে সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালি বের করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএ