ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি অবমাননা

খুলনায় ইউএনওর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
খুলনায় ইউএনওর বিরুদ্ধে মামলা বিল্লাল হোসেন খান

খুলনা: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন খানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী সেলিম হোসেন, শুকুর আলী ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইমরান হোসেন।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি অরিন্দম গোলদার বাদী হয়ে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে (ঘ অঞ্চল) মামলাটি দায়ের করেন।

আদালতে বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সুজিত অধিকারী ও অ্যাডভোকেট মনজিলুর রহমান লিটিল।

বাদীপক্ষের আইনজীবী মনজিলুর রহমান লিটিল বাংলানিউজকে জানান, ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ও প্রতিকৃতি সংরক্ষণ আইন ২০০১’র ৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক হাদীউজজামান শুনানি শেষে অভিযোগটি আমলে নিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় শীর্ষ নেতাদের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও প্যানা বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে টাঙানো হয়। ১৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন খানের নির্দেশে যা খুলে টয়লেটের সেফটি ট্যাংক ও ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ, কারণ ছাড়াই অর্থ জরিমানার প্রতিবাদে ও তাকে প্রত্যাহারের দাবিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) মানববন্ধন করেন খুলনার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমআরএম/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।