আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চাপাতি ও এক লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এতথ্য জানায় আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ইপিজেড এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা ৫ ডাকাতকে আটক করা হয়। এ সময় ডাকাত দলের এক সদস্য পালিয়ে যায়।
আটককৃত ডাকাতরা হলেন- আরিফুর রহমান (৩২),হারুন (৪২),শহীদ মিয়া (৩১),মাহবুব খান(২৮) ও রনি (২৬)।
আটককৃতরা বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করে নিতেন। এই চক্রটি দীর্ঘদিন ধরে এভাবে অপরাধকর্ম করে আসছিলো বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বিএস