ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীর তিন দোকানকে তিন লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
রাজধানীর তিন দোকানকে তিন লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএসটিআই’র অনুমতি ছাড়াই এসিআই কোম্পানির প্যাকেট ও সিল নকল করে সেভিং বাল্ব বাজারজাত করার দায়ে তিনটি ইলেকট্রনিক্স দোকানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে অভিযান চালিয়ে রাজধানীর কাপ্তান বাজারের কমপ্লেক্স ভবনে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ জরিমানার নির্দেশ দেন।



এর মধ্যে কাপ্তান বাজারের ভূঁইয়া ট্রেডার্সের মালিক আব্দুল আওয়ালকে এক লাখ টাকা ও অনাদায়ে ৩ মাসের জেল, কালারস’র দোকান মালিক শফিক আহমেদকে এক লাখ টাকা এবং এশিয়া ইলেকট্রনিক্সের কর্মচারী ইমরান হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে সারোয়ার আলম বাংলানিউজকে বলেন, চায়না থেকে কিছু এনার্জি বাল্ব এদেশে এনে বিএসটিআই’র অনুমতি ছাড়াই এসিআই কোম্পানির প্যাকেট নকল করে বাজারজাত করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে তিনটি দোকানকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে র‌্যাব-৩’র কর্মকর্তা এবং বিএসটিআই’র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫ (আপডেট: ১৬২২ ঘণ্টা)
এনএ/জেডএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।