খুলনা: জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পরিবেশ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থে’ ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে খুলনাবাসী। এ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন ও ডিসিপ্লিনের এনভায়ারনমেন্টাল অ্যাওয়ারনেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রার নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপাচার্য তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও বিশ্বপরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভূমিকা, দৃঢ় অবস্থান ও পদক্ষেপের এটা আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জনের ফলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। আমরা দেখতে পাই বাংলাদেশের পরিবেশ নিয়ে, আঞ্চলিক ও আন্তঃরাষ্ট্রের পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী সব সময়ই সোচ্চার।
মংলা-ঘোষিয়াখালি চ্যানেল উদ্ধার ও সংস্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের কথা উল্লেখ করেন খুবি উপাচার্য।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন, ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমআরএম/আইএ