ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদে মহাসড়ক নির্বিঘ্নে ৬ কঠোরতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ঈদে মহাসড়ক নির্বিঘ্নে ৬ কঠোরতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন ঈদ-উল আযহায় মহাসড়কগুলো নির্বিঘ্ন রাখতে ৬টি উদ্যোগ পালনে কঠোর হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দু’জন অতিরিক্ত সচিবের তত্ত্বাবধানে ২৫টি মনিটরিং টিম ব্যস্ত রয়েছে মহাসড়ক নির্বিঘ্নের কাজে।


 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
ধারবাহিকভাবে উদ্যোগগুলো সাংবাদিকদের জানিয়ে দেন মন্ত্রী।
 
তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় ফেরি সার্ভিস ও মহাসড়কে নেটওয়ার্ক সংরক্ষণ, মেরামত ও সংস্কার করে যান চলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত রাখতে সংশ্লিষ্ট সকল প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ২৫টি মনিটরিং টিম এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করছে। সেসব মনিটরিং টিমের কার্যক্রম আবার তত্ত্বাবধান করছেন মন্ত্রণালয়ে দু’জন অতিরিক্ত সচিব। তারা হলেন- পূর্বাঞ্চলে (ঢাকা-চট্টগ্রাম ও সিলেট বিভাগ) মো. ফারুক জলীল এবং পশ্চিমাঞ্চলে (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ) মো. জাহাঙ্গীর আলম।
 
মন্ত্রী বলেন, জনস্বার্থ বিবেচনায় ও যানজট নিরসনে মহাসড়কে ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, কোরবানির পশু, কাঁচা চামড়া ও জ্বালানি বহনকারী যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
 
এছাড়া যানজট এড়ানোর জন্য মহাসড়কের সকল টোলপ্লাজা সার্বক্ষণিক খোলা থাকবে বলেও জানান তিনি।  
 
মন্ত্রী আরও বলেন, জাতীয় ২২ মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা-অটোটেম্পুসহ সকল অযান্ত্রিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কঠোরভাবে পালিত হবে।
 
এছাড়া জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ওপর বা অতি নিকটে পশুর হাট বসানোর ইজারা দেওয়া যাবে না বলে জানিয়ে দেন তিনি। মন্ত্রী বলেন, নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
সব উদ্যোগ উল্লেখ করে ওবায়দুল কাদের মত দেন, ‘এবার যানজট হবে না’।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।