ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে মাদক-বাল্যবিয়ে রোধে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিরোজপুরে মাদক-বাল্যবিয়ে রোধে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগরে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিয়ে রোধ, যৌনহয়রানি ও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, ওসি মিজানুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. মতিউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও আ’লীগ নেতা জাকির হোসেন প্রমুখ।
 
অনুষ্ঠানে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।