ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে রাজধানীর প্রধান ৪টি বাস টার্মিনালে থাকছে ভিজিলেন্স টিম।
অতিরিক্ত ভাড়া আদায়, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী-মালামাল বহন, যাত্রী হয়রানি রোধে কাজ করবেন এ টিমের সদস্যরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানান।
কাদের বলেন, বিআরটিএ, ডিএমপি, সিটি করপোরেশন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এ টিমে থাকছেন। টার্মিনালগুলোতে ব্যানার ঘেরা একটি নির্দিষ্ট কক্ষ থেকে তারা কার্যক্রম পরিচালনা করবেন।
কোনো অনিয়ম-হয়রানির শিকার হলে এ টিমের কাছে অভিযোগ দিতে যাত্রীদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসকেএস/এমএ