পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামে স্বামীর মারধরে আহত গৃহবধূ জেসমিন বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, যৌতুক দিতে না পারায় শনিবার (১২ সেপ্টেম্বর) আবুল কালাম তার স্ত্রী জেসমিনকে বেদম মারধর করে। এতে জেসমিন অসুস্থ হয়ে পড়লে পরদিন রোববার সকালে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে সোমবার ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে জেসমিনের মৃত্যু হয়। এরপর স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ মতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ভাই সাইফুল হক বাদী হয়ে আবুল কালামকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেছে।
জেসমিনের ছোট ভাই সাদিকুর রহমান বলেন, যৌতুকের জন্য জেসমিনকে তার স্বামী মারধর করে। এতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএ