ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে দুই নারীকে চেতনানাশক খাইয়ে ৩ ভরি স্বর্ণ, ২টি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন এক ভাড়াটিয়া ও তার স্ত্রী।
এরা হলেন-শহরের পাগলাকানাই এলাকার বাসিন্দা ইসাহক আলীর স্ত্রী রহিমা খাতুন (৩৫) ও তার আত্মীয় পিঞ্জিরা খাতুন (৪৩)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের বিষয়টি জানায় পুলিশ।
প্রতিবেশীরা জানান, পাগলাকানাই খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন ইসাহক আলী। তিন মাস আগে একই বাসায় কুমিল্লা জেলার লিটন হোসেন ও তার স্ত্রী মুন্নি একটি রুম ভাড়া নেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইসাহকের স্ত্রী রহিমা খাতুন ও তার এক আত্মীয় পিঞ্জিরা খাতুনকে চায়ের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে তা পান করান। এ সময় দু’জনই ঘুমিয়ে পড়লে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণ, ২টি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান লিটন ও মুন্নি। দুপুরে খবর পেয়ে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, সুস্থ হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিসি