ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস ছুটির শুরু-শেষ একদিনে দেবেন না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
গার্মেন্টস ছুটির শুরু-শেষ একদিনে দেবেন না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন ঈদ-উল আযহায় গার্মেন্টসগুলোর ছুটি শুরু ও শেষের তারিখ ভিন্ন ভিন্ন রাখতে সংগঠনগুলোর প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।


 
তিনি বলেন, গার্মেন্টসগুলোতে একই দিনে ছুটি শুরু ও একই দিনে ছুটি শেষ হলে একই সময়ে সড়কপথে যাত্রী যাতায়াতের অতিরিক্ত চাপ পড়ে। তাই ঈদের সময় একই দিনে ছুটির শুরু ও শেষ না করে ভিন্ন ভিন্ন দিনে দিতে সংগঠনগুলোকে অনুরোধ জানিয়েছি। ইতোমধ্যে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমই বরাবর অনুরোধের চিঠিও পাঠানো হয়েছে।
 
সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং সেতু ও সশস্ত্র বাহিনী বিভাগকেও অনুরোধের চিঠি পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগ তাদের আওতাধীন অফিসগুলোকে নির্দেশনাও দিয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।