ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ইয়াবাসহ ৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
গাইবান্ধায় ইয়াবাসহ ৩ যুবক আটক ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধায় ২২৫ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের ত্রিমোহনী রেলগেট মোড় থেকে তাদের আটক করা হয়।

  
 
আটকরা হলেন- সদরের হরিণসিংতা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জনি খন্দকার (২৬), একই গ্রামের আকবর হোসেনের ছেলে মুকুল মিয়া (২৮) ও জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের মেহের উদ্দিনের ছেলে রিমন মিয়া (২৫)।   
 
র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি বাংলানিউজকে  নিশ্চিত করেছেন।  
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিমোহনী রেলগেট মোড়ে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়। পরে, তাদের দেহে তল্লাশি চালিয়ে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  
 
এ ঘটনায় আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।