রাজশাহী: মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় নিজ প্রতিষ্ঠান থেকে গলায় বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় মোশারফ হোসেন কালু (৫২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খবির উদ্দিন জানান, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে কাদিরগঞ্জ এলাকার মীম স্টিল ফার্নিচারের মালিক কালু তার নিজ দোকানে ঢুকে ভেতর থেকে বন্ধ করে দেন। পরে দুপুর ১টার দিকে এক শিশু দোকান খুলে ভেতরে ঢুকলে মোশারফ হোসেনকে ঝুলতে দেখে। তার চিৎকারে স্থানীয়রা গিয়ে দেখেন মোশারফ দোকানের ভেতর লোহার রডের সঙ্গে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে ঝুলে আছেন।
এ সময় স্থানীয়রা মোশারফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, হাসপাতালে নেওয়ার কারণে ঘটনা বোয়ালিয়া থানা এলাকার হলেও রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হবে। তবে পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়ায় মামলা দিলে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে বলে জানান শাহাদাত।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসএস/আইএ