ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

কালাইয়ে দুগ্ধ খামার উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
কালাইয়ে দুগ্ধ খামার উদ্যোক্তাদের প্রশিক্ষণ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

জয়পুরহাট: ‘ঘরে ঘরে আত্মকর্মসংস্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল ও মর্যাদা সম্পন্ন জনসমাজ গড়ার লক্ষে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে দুগ্ধ খামার উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আব্দুর রহিম।

যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।

কর্মশালায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইলাম, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোস্তম আলী, জেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা সামছুল আলম, উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জন, মাত্রাই ইউনিয়ন পষিদের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার প্রমুখ। শেষে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মেয়েরা নৃত্য পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।