বগুড়া: ‘শেখো, কর, শেখাও-পরিবেশ বাঁচাও’- এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় শিক্ষার্থীদের পরিবেশবাদি সংগঠন তীর’র উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভাষা শহীদের প্রতি সম্মান জানিয়ে সরকারি আযিযুল হক কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার করার মধ্য দিয়ে অভিযান শুরু করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মকাণ্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় সরকারি আযিযুল হক কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোখলেসুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহাজাহান আলী, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান দৈমদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম, আরবি বিভাগের অধ্যাপক রাকিব, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মীর ত্বইফ মামুন মজিদ, সরকারি শাহসুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম ইকবাল, স্বপ্ন’র নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, আযিযুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস.এম ইমামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে শহরের সাতমাথাসহ বিভিন্ন এলাকায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইএ