ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মেলান্দহে বন্যার্তদের মধ্যে কেজেআরসির ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মেলান্দহে বন্যার্তদের মধ্যে কেজেআরসির ত্রাণ বিতরণ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি)।
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলান্দহ পৌরসভা, নাংলা ও  ঘোষেরপাড়ার বানভাসি আটশ’মানুষের মধ্যে ২০ কেজি করে চাল,  ১০ কেজি করে আলু, তিন কেজি করে ডাল, এক লিটার করে ভোজ্যতেল ও পাঁচ প্যাকেট করে ওর স্যালাইন বিতরণ করা হয়।



এছাড়া এসময় ৫০ বান্ডিল‌ ঢেউটিন ও ৫০টি সেলাই মেশিনও বিতরণ করা হয় হতদরিদ্র কয়েকজনের মধ্যে।

কেজেআরসি কুয়েতের পক্ষে আব্দুর রহমান হামেদ আত্রকীত, বাংলাদেশের পক্ষে  মো. গোলাম আযম, মেলান্দহ বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।