বগুড়া: জাতীয় কর দিবস ও করমেলা উপলক্ষে বগুড়ায় মানববন্ধন-সমাবেশ করেছে বগুড়ায় সুশাসনের জন্য প্রচারাভিযান ‘সুপ্র’।
‘নিশ্চিত করতে উন্নয়ন, কর সুশাসন প্রয়োজন’ স্লোগানে মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
সুপ্র’র জেলা সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকরের সভাপতিত্বে ও সম্পাদক কে জি এম ফারুকের সঞ্চালনায় সমাবেশে সমতা সমিতির নেত্রী মৌসুমি দাস ও কৃষ্ণা দাস, জেলা ছাত্রলীগের (জাসদ) সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দুখু, অ্যাওয়ার্ড’র কানিজ রেজা, আদিবাসী ছাত্র পরিষদের জেলা সভাপতি শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, দেউলি উদয়ন সংঘের সহিদুল ইসলাম, ঊষা’র এম ফজলুল হক বাবলু, সর্বমঙ্গল সোসাইটির রতন কুমার সাহা, পেভ’র সমন্বয়ক শামিমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমবিএইচ/এমএ।