রাজবাড়ী: রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ওসমান কাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রাজবাড়ী-ফরিদপুর সড়কের আহল্লাদীপুর মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ওসমান গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার উমার কাজীর ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে আহল্লাদীপুর মোড়ে ওসমান কাজীকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি দৌলতদিয়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমজেড