রাজশাহী: রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রশিদ (৩৬) নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইউনুছ প্রামানিক (৪২) নামে এক ব্যক্তিকে তানোর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এছাড়াও আহত সোহেল, ফারুক, রায়হান, শারীউল, জোসনা বেগমকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তানোরের গোল্লাপাড়া বাজারে কুঠিপাড়া ও গোল্লাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এক সপ্তাহ আগে কুঠিপাড়া গ্রামের সুমন ও তার বন্ধুদের সঙ্গে তুচ্ছ বিষয়ে গোল্লাপাড়া গ্রামের সোহেলের হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে সোহেলকে একা পেয়ে মারধর করে সুমন। এর জের ধরে উভয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
ওসি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসএস/এসইউ