ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
সাদুল্যাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে ১০ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মানিক চন্দ্র (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।



মানিক উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়ার মৃত ধীরেন চন্দ্রের ছেলে।

মামলার বিবরণ সূত্রে পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে টিনের বেড়া কেটে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন মানিক। এসময় শিশুটি চিৎকার করলে মানিক তার চোখে আঘাত করে পালিয়ে যান। মেয়েটির বাবা মঙ্গলবার দুপুরে এ ঘটনায় মামলা দায়ের করেন।  

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।