ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ময়মনসিংহে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন দাবীতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ দলিল লেখকরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাঁচারি সাবরেজিস্ট্রার কার্যালয় এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলন শেষে নির্বাচন দাবীতে জেলা সাব রেজিস্ট্রার সাইফুল ইসলাম বরাবরে লিখিত আবেদন জমা দেন তারা।

আবেদনে বিভিন্ন অনিয়ম তদন্ত করে জেলা সাব রেজিস্ট্রারকে নির্বাচনী তফসিল ঘোষণার জন্য ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, এমন তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে।  

সংবাদ সম্মেলনে ১৪৭ জন বৈধ দলিল লেখক নিজেদের স্বাক্ষরিত এক অভিযোগে উল্লেখ করেন, ১৯৯৭ সালে সর্বশেষ দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ সালে মনগড়া ভাবে একটি পকেট কমিটি করা হয়।

দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ওই কমিটি স্বৈরাচারী কায়দায় জোরপূর্বক পদ আটকে রেখে নতুন নতুন নিয়ম জারী করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। অথচ প্রতি তিন বছর অন্তর অন্তর নির্বাচন দেওয়ার নিয়ম রয়েছে।

কিন্তু বর্তমান কমিটির নেতারা প্রভাব খাটিয়ে নির্বাচন দিচ্ছে না। অবিলম্বে নির্বাচন না দিলে সাধারণ দলিল লেখকরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান দলিল লেখক তানভীর হোসেন রনি।  

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- দলিল লেখক ইদ্রিস আলী শেখ, সুকুমার পাল, মনিরুজ্জামান, আবুল কালাম আজদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।