ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

রাজশাহী: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন  ৫ জন।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সাধারণ সম্পাদক রাশেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

ক্যাম্পাস সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সাধারণ সম্পাদক রাশেদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সেই দ্বন্দ্বের জের ধরেই বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় রাশেদ গ্রুপের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে রিগেনের সমর্থকদের ওপর হামলা চালায়।

এতে রেফাত খন্দকার রোজ (১৮), নাহিদ (২০), শাওন (১৭), জাহিদসহ (১৯) মোট পাঁচজন আহত হন। তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।