ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
সিলেটে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জল্লারপাড় ও মির্জাজাঙ্গাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।



অভিযানে মেয়াদোত্তীর্ণ ও লেভেলহীন পণ্য বিক্রি, ওজনে কম দেওয়ার দায়ে জল্লারপাড় মাহি স্টোর ৭ হাজার টাকা,  বন্ধু স্টোর ১০ হাজার  টাকা, শাহীন স্টোরে ১ হাজার জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এবং শাহিদুল আলম।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।