ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে একটি আমেরিকায় তৈরি ৭.৬৫ এমএম পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার পারভেজ প্রামাণিক (৩০) ও ইমরুল হাসান রাজীব (২৮)।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মধ্য আলীপুর এলাকার ফাইমের বাড়ির সামনের রাস্তা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পিস্তল ছাড়াও একটি ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
  
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে ওই দু’জনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
  
এসআই মাসুদ রানা জানান, অস্ত্র বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে বিদেশি পিস্তল ও ম্যাগজিন-গুলিসহ গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।