ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

হিলিতে ৩ বাংলাদেশি আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
হিলিতে ৩ বাংলাদেশি আটক ছবি: প্রতীকী

হিলি (দিনাজপুর): অবৈধভাবে ভারতে গিয়ে একইভাবে দেশে ফেরার সময় হিলি সীমান্তের কামাল গেট এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাতুপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আরিফুর রহমান (২৪), একই এলাকার আজিজার রহমানের ছেলে আব্দুস সালাম (২৪) ও মাকসুদুল হকের ছেলে ফয়সাল কবির (২৪)।

বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, ওই তিন যুবক তিন/চার মাস আগে অবৈধভাবে ভারতে গিয়ে রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। মঙ্গলবার সেখান থেকে অবৈধভাবে দেশে ফিরছিলেন তারা। এসময় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের কামাল গেট এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

পরে বিজিবি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।