ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মওদুদ আহমদের ছেলে আমানের মৃত্যুতে ছাত্রদলের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মওদুদ আহমদের ছেলে আমানের মৃত্যুতে ছাত্রদলের শোক

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দলটির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকের কথা জানানো হয়।



এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বিএনপি নেতা মওদুদ পুত্র আমান মমতাজ মওদুদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তারা জানান, পিতার কাঁধে সন্তানের মরদেহ খুবই কষ্টদায়ক একটি ব্যাপার। মাত্র ৩৮ বছর বয়সে তার এই অকাল প্রয়াণ কোনোভাবেই কাম্য ছিল না। আল্লাহ নিশ্চয়ই তাকে বেহেশত নসিব করবেন। মরহুমের পিতা-মাতাকে যেন আল্লাহ এই শোক বইবার ক্ষমতা দেন আমরা সেই দোয়াই করছি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুরগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছিলো।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।