চাঁদপুর: চাঁদপুরের মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৪ লাখ ৪০ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোস্টগার্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এমভি বন্ধন-৭ নামে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের চৌধুরীঘাট কোস্টগার্ড জেটিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুজ্জামান শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কোস্টগার্ডের টহল দল মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চ এমভি বন্ধন-৭ এ অভিযান চালায়।
এ সময় ওই লঞ্চ থেকে ১৪ লাখ ৪০ হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দ হওয়া জালের আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানান লেফটেন্যান্ট নুরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫/আপডেট:১৯১৮
এমজেড