ঢাকা: রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকার পুরাতন বিমানবন্দরের ভেতরে ময়লা আবর্জনাযুক্ত স্থান থেকে কুকুরের কবল থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শিশুটিকে উদ্ধার করা হয়।
ঘটনা সম্পর্কে জানা যায়, বিকেলে পুরাতন বিমানবন্দর মাঠে স্থানীয় শিশুরা খেলা করছিল। এ সময় তারা দেখে চার থেকে পাঁচটি কুকুর কি যেন নিয়ে নাড়াচাড়া করছে। সামনে এগিয়ে গেলে দেখা যায় এক নবজাতক শিশু। এটি দেখে বাচ্চারা আশেপাশে খবর দিলে স্থানীয়রা ছুটে আসেন। এর মধ্যে জাহানারা নামে এক নারী নবজাতককে কোলে নিয়ে প্রথমে স্থানীয় আর এস হাসপাতাল, পরে আগারগাঁও শিশু হাসপাতাল ও সব শেষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে শিশুটি ঢামেক নবজাতক ওয়ার্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন। তার ঠোঁটে ক্ষত রয়েছে। কুকুর শিশুটিকে ক্ষত করেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান প্রফেসর আবেদ হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, শিশুটি মেয়ে। তার বয়স একদমই কম। ওজন আড়াই কেজি। তার নাকে ও ঠোঁটের ওপরের কিছু অংশ নেই। বাম হাতের দুই আঙ্গুলও ঝুলে আছে। এছাড়া শরীরেও ক্ষত রয়েছে। চিকিৎসা চালাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এজেডএস/আইএ