ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ধুনটে ডিজিটাল মেলা অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): `উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতে’এ প্রতিপাদ্য নিয়ে বগুড়ার ধুনট উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শেষ হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।



ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নূরুন্নবী তারিক, পৌর মেয়র এ জি এম বাদশাহ, স্থানীয় এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ তারেক হেলাল, ধুনট পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা।

ডিজিটাল মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উপজেলা কৃষি সম্পাসারণ অধিদফতর প্রথম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও কালেরপাড়া ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র তৃতীয় স্থান অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫ 
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।