ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজি

ফরিদপুরে চার ভুয়া সাংবাদিক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ফরিদপুরে চার ভুয়া সাংবাদিক গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চার ভুয়া সাংবাদিক।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- কুষ্টিয়ার রিয়াদুল ইসলাম, খুলনার মাসুম তালুকদার, শরীয়তপুরের মাহমুদ হোসেন ও নোয়াখালীর সোহেল সালাউদ্দিন।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ভূমি অফিস থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নর্থচ্যানেল ইউনিয়ন ভূমি কর্মকর্তা উত্তম কুমার দত্ত বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় ওই চারজনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
   
জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন ভূমি অফিসে মঙ্গলবার দুপুরে উপস্থিত হন রিয়াদুল ইসলাম, মাসুম তালুকদার, মাহমুদ হোসেন ও নোয়াখালীর সোহেল সালাউদ্দিন নামের ওই চারজন। তারা সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি কর্মকর্তা উত্তম কুমার দত্তের কাছে টাকা দাবি করেন। এ সময় ওই ভূমি কর্মকর্তা পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দেন।
 
ভূমি কর্মকর্তা উত্তম কুমার দত্ত জানান, ওই চার ব্যক্তি অফিসে উপস্থিত হয়ে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন খাতাপত্র দেখতে চান। পরে তারা ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন। আমি তাদের কাছে কোন পত্রিকার সাংবাদিক জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে না পারায় আমার সন্দেহ হয়। এ সময় থানায় খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায়।
  
সূত্রে জানা গেছে, এর আগে দিনভর একটি সাদা প্রাইভেটকার নিয়ে ভুয়া ওই চার সাংবাদিক সদর উপজেলার অন্য কয়েকটি ইউনিয়ন ভূমি অফিস থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। নর্থচ্যানেল ছাড়াও ডিক্রিরচর ও আলিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিস এবং পৌর ভূমি অফিসে গিয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে রিপোর্ট করার ভয় দেখিয়ে টাকা আদায় করেন তারা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ওই চারজন ও তাদের গাড়ির চালক জালাল সিকদারকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রাইভেটকার ও দু’টি অকেজো ক্যামেরা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃতরা সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন দফতরে গিয়ে টাকা আদায় করতেন বলে স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।