ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

কুবি বাসস্টাফের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
কুবি বাসস্টাফের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি(কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিজস্ব বাসের স্টাফ মো. শিপনের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রক্টরের কাছে লিখিত অভিযোগপত্রটি দেওয়া হয়।



লিখিত অভিযোগে বলা হয়েছে, সকাল পৌনে ৮টার দিকে শহরে যাওয়ার জন্য ছাত্রীরা ক্যাম্পাসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। বাসের চালক আসতে দেরি করায় বাসের স্টাফ মো. শিপনের কাছে চালক আসার সময় জানতে চান তারা। এ সময় শিপন তাদের সঙ্গে অসদাচারণ করেন। শিপন তাদের উদ্দেশ্য করে অভদ্র ভাষায় মন্তব্য করেন। এতে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে লজ্জ্বাবোধ করছেন বলে অভিযোগে উল্লেখ্য করা হয়।

লিখিত অভিযোগ পত্রের অনুলিপি তারা ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ও পরিবহন কমিটির আহবায়ক বরাবরও প্রদান করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. শিপন বাংলানিউজকে বলেন, আমি তাদের সঙ্গে খারাপ আচরণ করিনি। আমি স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে কথা বলেছি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।