ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বন্যা কবলিত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রেজাউল করিম, শিক্ষক রেফাজ উদ্দিন, সুরুজ্জামন, শামিমা আক্তার, আজিজুল হক কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রাহিম, আরমান, কামরুজ্জামান, সালমান, শাকিল, ফয়সাল, রিপন, আবু সাইদ, সাদ্দাম, সবুজ, আফসানা, আছিয়া, ফারজানা, সুমনা, তুষার, রাসেলসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআই।