ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ’ এর পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
গফরগাঁওয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ’ এর পুরস্কার বিতরণ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু-কিশোরদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। উপজেলার মাধ্যমিক স্তরের প্রায় ১০ হাজার শিক্ষার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও বঙ্গবন্ধুকে জানো প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল।

পুরস্কার বিতরণী উৎসবে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ’র জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শংকর কুন্ডু, ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামান, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুস সালেহীন, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান প্রমুখ।

অনুষ্ঠানে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাঙ্গালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বর্তমান প্রজন্মের জন্য অবশ্য পাঠ্য এই মহীরুহ ব্যক্তিত্ব।

তিনি বঙ্গবন্ধুর চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান। পরে তিনি মেধার ভিত্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সহ অন্যান্য পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানে মুক্ত পায়রা খেলাঘর আসর, উদীচী শিল্পী গোষ্ঠী, নজরুল বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।