ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগ হওয়ায় শোভাযাত্রা করেছে সদর উপজেলা জাতীয় পার্টি (জাপা) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ- ৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদ এ শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকরুল ইমাম, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে বের হওয়া আনন্দ র্যালি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে আবার টাউন হলে গিয়েই শেষ হয়।
এ সময় শহরের নতুন বাজার, গাঙ্গিনারপাড়, ট্রাঙ্কপট্রি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে এ সমাবেশে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকরুল ইমাম সদর উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটির ঘোষণা দেন। কমিটির সভাপতি হয়েছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ আর সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএ