সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সদ্য প্রয়াত আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান স্মরণে নাগরিক শোক সভা আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর)।
ওইদিন সকাল ১১টায় নগরীর রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে শোক সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, জাতীয় সংসদের হুইপ সাহাব উদ্দিন।
এ লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে সদস্য সচিব এবং ১৪ দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে সদস্য করে নাগরিক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এনইউ/বিএস